মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led05সদর

না.গঞ্জে শুরু হয়নি ট্রেন চলাচল, এসেও ফেরত গেছেন যাত্রীরা

লাইভ নারায়ণগঞ্জ: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত এবং কারফিউ জারির কারণে বন্ধ ছিল ট্রেন চলাচল। দীর্ঘ ১৪ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিলো।

তবে, এই দিন সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়নি।

এদিকে, বিভিন্ন গণমাধ্যমে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা জানতে পেরে স্টেশনে এসেছিলেন অনেক যাত্রী। তবে, ট্রেন চলাচল না করায় তারা নিজ নিজ গন্তব্যে গেছেন অন্য বিভিন্ন পরিবহন যোগে।

সরে জমিনে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, অনেকটাই ফাকা পরে আছে স্টেশন। টিকিট কাউন্টার বন্ধ। কর্ম ব্যস্ততা নেই স্টেশন সংশ্লিষ্ঠদের। সকাল থেকে অনেক যাত্রী এসে আবার ফেরত গেছে বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে স্টেশন মাস্টার কামরুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, ‘আজ থেকে ট্রেন চলাচলের কথা ছিলো কিন্তু এখনো ট্রেন চালানোর কোন নির্দেশ আমরা পাইনি। ট্রেন আসলে আমরা চালাবো, সব কিছু প্রস্তুত আছে। ট্রেন কবে থেকে চলবে, সেটা আমি সঠিক বলতে পারছি না। ঢাকা থেকে আসলেই আমরা ট্রেন ছাড়বো।’

RSS
Follow by Email