না.গঞ্জে শুরু হলো এন.ডি.এফ.এ একাডেমী কাপ অ-১৫ ফুটবল চ্যাম্পিয়ণশিপ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শুরু হয়েছে এন.ডি.এফ.এ একাডেমী কাপ অ-১৫ ফুটবল চ্যাম্পিয়ণশিপ ২০২৫। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি শুরু হয়। এর পৃষ্ঠপোষকতায় রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য গোলাম গাউছ।
টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাকিব আল রাব্বি। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. শহীদ হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফে’র কার্যনির্বাহী সদস্য গোলাম গাউছ সহ ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা ও জাতীয় দলের সাবেক ফুটবলারগণ। মোট ১২টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্ট থেকে ৫০ জন খেলোয়াড় বাছাই করা হবে যারা বাফুফে’র আয়োজনে জাতীয় অনুর্ধ-১৫ ফুটবল প্রতিযোগিতায় জেলা দলের পক্ষে খেলার জন্য প্রাথমিক বাছাইতে অংশগ্রহণের সুযোগ পাবে।
উদ্বোধনী দিনের খেলায় সিরাজদৌল্লা ক্লাব ফুটবল একাডেমী ৩-১ গোলে কাশিপুর ফুটবল কোচিং সেন্টারকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করেছে। সিরাজদৌল্লা দলের পক্ষে সামির,নুরআলম ও আরাফাত ১টি করে গোল করেন। কাশিপুরের পক্ষে গোল করেন নিহাদ। বুধবার অনুষ্ঠিত হবে ৩টি খেলা।