না.গঞ্জে শিক্ষা বোর্ডের সচিব ‘গণঅভ্যুত্থান শিখিয়েছে মানুষ হোন, দেশটাকে গড়েন’
লাইভ নারায়ণগঞ্জ: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, কম্পিউটার বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে অর্জিত জ্ঞান ১০ মিনিট পর্যন্ত মনে থাকে, কিন্তু বই থেকে অর্জিত জ্ঞান ১০ বছর স্থায়ী হয়। তিনি জোর দিয়ে বলেন, “বই মানুষ তৈরি করে, শিক্ষক তৈরি করে, রাজনীতিবিদ তৈরি করে। তাই বই সবসময় সঙ্গে থাকবে, কিন্তু মোবাইল থাকবে না।”
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
ড. জাহাঙ্গীর আলম বলেন, “অ্যান্ড্রয়েড মোবাইল সবকিছু ধ্বংস করে দেয়। কারণ মোবাইলে একটি ভালো অপশনের বিপরীতে নয়টি খারাপ অপশন থাকে এবং মানুষ খারাপটাই বেছে নেয়। অনেকে বাবা-মাকে বলে শিক্ষামূলক কিছু দেখবে, কিন্তু রাতের অন্ধকারে সে অন্য কিছুতে চলে যায়।” তিনি আরও বলেন, “সময় এসেছে আমাদের চিন্তা করার, আমরা কী করব। ৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে আপনারা মানুষ হোন, দেশটাকে গড়েন।”
তিনি শিক্ষার্থীদের বাবা-মায়ের সেবা করার গুরুত্ব সম্পর্কেও বলেন। “বাবা-মায়ের সেবা করার সৌভাগ্য সব সন্তান পায় না, এটা আল্লাহতালা দেন। যারা বাবা-মায়ের সেবা করবে, তারা বেহেশতবাসী হবে। তাই আমরা বাবা-মায়ের সেবা করব, বড়দের সম্মান করব, যেন পরকালেও জিপিএ-৫ পেতে পারি।”
সভাপতির বক্তব্যে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “তোমরা যারা সফল হয়েছ, তোমরা কঠোর পরিশ্রম করেছ এবং সময়কে কাজে লাগিয়েছ। এ কারণেই তোমাদের এবং তোমাদের অভিভাবকদের আজ এই আনন্দ।” তিনি আরও বলেন, যারা পরিশ্রম করেনি, লক্ষ্য নির্ধারণ করে কাজ করেনি, তারা ব্যর্থ হয়েছে এবং তাদের ব্যর্থতা তাদের কষ্ট দিয়েছে।
তিনি বলেন, “সফলতার স্বীকৃতি সবাই পেতে চায়, কিন্তু জাতি হিসেবে আমরা সফল মানুষকে মূল্যায়ন করতে খুব কৃপণ। আমরা সফল মানুষের প্রশংসা করতে ঈর্ষান্বিত হই, তাদের এড়িয়ে চলি।” তিনি মনে করেন, আমাদের সমাজ, রাষ্ট্র এবং পারিবারিক ব্যবস্থা এমন হওয়া উচিত, যেখানে সফল মানুষকে প্রশংসা করা হবে, সম্মান দেওয়া হবে এবং তাদের আরও বেশি অনুপ্রাণিত করা হবে। এ কারণেই তিনি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার ব্যবস্থা করেছেন, যাতে তারা জীবনের পথে আরও বেশি এগিয়ে যেতে পারে।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান। এছাড়াও গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আহ্বায়ক শিশির ঘোষ অমর, রাজিব আহমেদ, রিফাত হোসেন, শিক্ষক আবু তালেব, আবু তাহের, উমর ফারুক, আবু সুফিয়ান শুভ-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।