না.গঞ্জে শিক্ষার্থীদে আইবিডব্লিউএফ প্রেসিডেন্ট ‘চাকরি খুঁজবে না, চাকরি দিবে’
লাইভ নারায়ণগঞ্জ: নতুন প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার লক্ষ্যে “ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন” (আইবিডব্লিউএফ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “উদ্যোক্তা শীর্ষ সম্মেলন ২০২৫”। মঙ্গলবার (১১ নভেম্বর) সরকারি তোলারাম কলেজে এই সম্মেলনে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ শীর্ষ শিল্প ও শিক্ষাবিদদের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। অনার্স ও মাস্টার্স পর্যায়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই তোমরা চাকরি খুঁজবে না, চাকরি দিবে। এই লক্ষ্যেই তোমাদেরকে ব্যবসা শুরু করতে হবে। ব্যবসা করতে হবে নিজের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য।
শীর্ষ সম্মেলনে ‘চাকরি নয় নেতৃত্ব’ বিষয়ে অনুপ্রেরণামূলক উপস্থাপনা (প্রেসেন্টেশন) করেন বক্তা হোসাইন আল আমিন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ এবং শিল্প ও বাণিজ্য খাতের বিশিষ্টজনেরা। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, হাজী মিসির আলি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ আলমাস আলী খান, বিকেএমইএ পরিচালক ও ভিটেক-এর ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) শাহরিয়ার সাঈদ, আইবিডব্লিউএফ ঢাকা দক্ষিণ অঞ্চলের সচিব (সেক্রেটারি) ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স-এর পরিচালক গোলাম সারোয়ার সাঈদ ও বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউজ অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি (এক্সিকিউটিভ প্রেসিডেন্ট) আক্তার হোসেন প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে গোলাম সারোয়ার সাঈদ জানান, এই সেশনটি ছিল মূলত অনুপ্রেরণা যোগানোর জন্য। যারা উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত (ডিসিশন) নেবেন, তাদের জন্য পরবর্তীতে একাডেমিক কর্মশালার (ওয়ার্কশপ) আয়োজন করা হবে। কর্মশালা শেষে ব্যবসার অভিজ্ঞতা অর্জনের জন্য সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে এক থেকে তিন মাসের শিক্ষানবিশ (ইন্টার্নশিপ) এর ব্যবস্থাও করা হবে।
শিক্ষার্থীরা এমন আয়োজনে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে।
