রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

না.গঞ্জে শান্তি-শৃঙ্খলা ফেরাতে ইসলামী আন্দোলনের সাথে এসপির মতবিনিময়

লাইভ নারায়ণগঞ্জ: জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির স্বার্থে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। পুলিশ সুপারের আমন্ত্রণে শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল ইসলাম, ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি শাহীন আদনান প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে যেকোন সময় যেকোন সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। আমরা চাই দুর্নীতি ও দু:শাসন দূরীভূত হোক। পুলিশের একটি স্লোগানও আছে- “পুলিশ জনগণ, জনগণই পুলিশ”। সুতরাং পুলিশের বন্ধু জনগণ। সে হিসেবে আমরা বন্ধু হিসেবে সার্বিক সহযোগিতা করতে চাই।

RSS
Follow by Email