না.গঞ্জে শব্দদূষণ ও প্লাষ্টিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মশালা
লাইভ নারায়ণগঞ্জ: শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাষ্টিক বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়েজন করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৩০ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর ও গ্রীণ সেভারর্স এর যৌথ উদ্যোগে জালকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: মোবারক হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান জনাব মো: হোসাইন। কর্মশালাটি সঞ্চালনা করেন গ্রীণ সেভারর্স এর প্রধান নির্বাহী জনাব আহসান রনি।
কর্মশালায় স্কুলের শিক্ষার্থীদের সচেতনতাকরণসহ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।