সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led04রাজনীতিসিদ্ধিরগঞ্জ

না.গঞ্জে রিজভীর নেতৃত্বে জেলা বিএনপির হরতাল কর্মসূচি পালন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ শতাধিক নেতাকর্মী।

মিছিলের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে পুলিশ আসার আগেই নেতাকর্মীরা চলে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

RSS
Follow by Email