না.গঞ্জে যুবদল সভাপতি মুন্না ‘শামীম ওসমান-শাহ নিজামরা গুন্ডামি করেছে, বিএনপি ক্ষমতায় থাকলে পারবেনা’
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাড়ে ৩ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে ফতুল্লা মাসদাইর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ওই উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, দুধ, চিনি, সেমাইসহ নানা সামগ্রী। উক্ত অনুষ্ঠানে
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ নেতাকর্মীরা।
প্রধান অতিথি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহর হুকুমে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তারেক রহমান রাস্ট্রের দায়িত্ব নিলে আজকে দেশের যে পরিস্থিতি সেটা থাকবেনা। তখন কেউ বিশৃঙ্খলাকারী অন্যায়কারী পার পাবেনা। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন চাচ্ছি। কারণ নির্বাচিত দল জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। তাদেরকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। আওয়ামী লীগ গত তিনবার ভোটবিহীন নির্বাচন করেছে রাতের ভোট করেছে ডামি ভোট করেছে। তারা দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিল। এই নারায়ণগঞ্জে শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজামরা যে গুন্ডামি করেছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে সেটা পারবেনা। ফ্যাসিস্টদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বিএনপিতে ফ্যাসিস্টদের পুর্নবাসন যারা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।