রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02জেলাজুড়েরাজনীতি

না.গঞ্জে মানববন্ধন করে স্মারকলিপি দিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চাকরিতে পুনর্বহালের দাবীতে মানববন্ধন করে ও স্মারকলিপি প্রদান পালন করেছেন ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন করেন তারা। পরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় সাত দফা দাবী পেশ করেছেন তারা।

সাত দফা দাবীতে বিডিআর সদস্যরা জানান, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির সুপরিকল্পিত হত্যাকান্ডকে বিদ্রোহ হিসেবে সংঙ্গায়িত না করে পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে আখ্যায়িত করতে হবে। উক্ত ঘটনার পেক্ষিতে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল করতে হবে। চাকুরীচ্যুত সকল পদবীর বিডিআর সদস্যকে সুযোগ সুবিধাসহ চাকুরীতে পূর্নবহাল করতে হবে। হত্যাকান্ড মামলার মহামান্য হাইকোর্টের বিচারকগণের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানার হত্যাকান্ডের ঘটনার মোটিভ উদ্ধার ও কুশিলবদের সনাক্কল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। পিলখানা হত্যাকান্ড শাহাদাৎ বরনকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা দিতে হবে। ২৫ ফ্রেব্রুয়ারি দিনটিকে পিলখানার ট্রাজেডি দিবস হিসেবে ঘোষণা করতে হবে। পিলখানা হত্যাকান্ডের ঘটনা পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিরাপত্তা হেফাজতে যে সকল নিরীহ বিডিআর সদস্যদের নির্যাতন পূর্বক হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশ পূর্বক মৃত সকল পদবীর পরিবারকে ক্ষতিপূরণসহ পূর্ণবাসন করতে হবে।

এসময় নারায়ণগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক সাবেক বিডিআর সদস্য মো. শহীদুল ইসলামের নেতৃত্বে সিপাহী আল আমিন, সিপাহী সাইদুর রহমান, সিপাহী রনি আহমেদ, সিপাহী কাজী সৌরভ, সিপাহী মৃনাল, সিপাহী শহিদুল ইসলাম, সেলিমসহ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email