না.গঞ্জে ব্যানার ও পোস্টার অপসারণে জেলা প্রশাসনের অভিযান
লাইভ নারায়ণগঞ্জ: ব্যানার ও পোস্টার অপসারণে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টা থেকে জেলা পরিষদ থেকে সাইনবোর্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: তারিকুল ইসলাম বার্তার মাধ্যমে জানায়, অভিযানে জেলা পরিষদ থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশের ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। সাইনবোর্ড এলাকায় ফুটপাত ও রাস্তার অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এছাড়াও রাস্তায় বাস, লেগুনাসহ পার্কিং করে জ্যাম সৃষ্টিকারী যানবাহন গুলো সরিয়ে ফেলা হয় ও সতর্ক করা হয়। সর্বশেষ সড়ক ও জনপদ বিভাগের সাথে বিজিবি ক্যাম্পের পাশে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।