বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
Led04রাজনীতি

না.গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: নিরব রায়হানকে আহ্বায়ক ও মোহাম্মদ জাবেদ আলমকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৯২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আগামী আরিফ সোহেল ছয় মাসের এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আছেন রূপগঞ্জের জুনায়েদ আহমেদ আকাশ। বাকিরা হলেন, যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ (সদর), মো: পিয়াল (আড়াইহাজার), এমাদ উদ্দিন (মাদানীনগর মাদরাসা), শাকিল সাইফুল্লাহ (সোনারগাঁ), আমিনুল ইসলাম (সদর), মেহরাব হোসেন প্রভাত (সিদ্ধিরগঞ্জ), সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: রিফাত হোসেন অন্তু (বন্দর), যুগ্ম সদস্য সচিব নাজমুল ইসলাম (ফতুল্লা) মো: অনিক (সোনারগাঁ), আব্দুল মমিন সরকার তন্ময় (সিদ্ধিরগঞ্জ), নাফিসা আক্তার (সদর), ইফতেখার ভূঁইয়া রিদ্বীন (রূপগঞ্জ), মাকসুদা আক্তার শ্রাবন্তী (রূপগঞ্জ), শরৎ সাহা (সদর), ইমন আহম্মেদ (সিদ্ধিরগঞ্জ), নাজমুল শাহাদাত মুন্না (রূপগঞ্জ), ফারদিন ইসলাম রোহান (বন্দর), মোখলেছুর রহমান স্বজন (সোনারগাঁ), ফাহিম আদনান (রূপগঞ্জ), মারুফুল ইসলাম (সিদ্ধিরগঞ্জ), মেহেদী হাসান অন্তর (ফতুল্লা) রয়েছেন।

এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিরব রায়হান গনমাধ্যমে বলেন, ‘আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সব সময় তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।

RSS
Follow by Email