না.গঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত ‘চোখের যত্ন নিন, জীবন বাঁচান’
লাইভ নারায়ণগঞ্জ: চোখের স্বাস্থ্য সুরক্ষা ও দৃষ্টিজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবার ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং-এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বর পরিণত হয়েছিল সচেতনতামূলক মিলনমেলায়।
‘চোখের যত্ন নিন, জীবন বাঁচান’—এই বার্তা নিয়ে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যেখানে বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি শেষে ব্র্যাক ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। তিনি তাঁর বক্তব্যে চক্ষু সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং চোখের স্বাস্থ্য রক্ষায় নিয়মিত পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দৃষ্টিহীনতা একটি প্রতিরোধযোগ্য সমস্যা। সঠিক সময়ে সচেতন হলে এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার সুযোগ নিলে হাজার হাজার মানুষের জীবনমান উন্নত করা সম্ভব। সবাইকে চোখের যত্ন নিতে হবে এবং কোনো সমস্যা হলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।”
অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি চক্ষু ক্যাম্প, যেখানে সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ব্র্যাক-এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ম্যানেজার (বিএইচপি) মো: মুস্তাফিজুর রহমান, জেলা সমন্বয়ক (ব্র্যাক) সুমন চৌধুরী, জেলা ব্যবস্থাপক (টিবি) শামীম হোসেন, এলাকা ব্যবস্থাপক (বিএইচপি) পবিত্র কুমার দেবনাথ, এবং কর্মসূচি সংগঠক (বিএইচপি) অন্তু কর্মকার। এছাড়াও ভিশন স্প্রিং-এর প্রতিনিধি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।