বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
জেলাজুড়ে

না.গঞ্জে বিনা খরচে আইনী সহায়তা দিবে লিগ্যাল এইড

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ এর তত্ত্বাবধানে বিনা খরচে আইনি সহায়তায় কাজ করছে জেলা লিগ্যাল এইড অফিস। আইনি পরামর্শ, আপোস-যোগ্য বিরোধ আপোসে/বিকল্প পদ্ধতিতে মীমাংসার ব্যবস্থা ও দরিদ্র ব্যক্তিদের মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ ও আইনজীবীর ফি পরিশোধে ভূমিকা রাখবে সংস্থাটি।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিনা খরচে আইনগত সহায়তার জন্য জেলা জজ আদালত ভবনের (নিচ তলায়) ১১০ নং কক্ষে যোগাযোগ করতে হবে। লিগ্যাল এইড এর হটলাইন- ০১৭০০৭৮৪২৭৬। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা মিলবে এই সংস্থাটিতে।

লিগ্যাল এইডের সেবা সমূহ: বিনা খরচে আইনি পরামর্শ প্রদান, বিনা খরচে আপোস-যোগ্য বিরোধ আপোসে/বিকল্প পদ্ধতিতে মীমাংসার ব্যবস্থা করা, বিনা খরচে দরিদ্র ব্যক্তিদের মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ ও আইনজীবীর ফি পরিশোধ, লিগ্যাল এইড প্রাপ্ত মামলায় ডিএনএ টেস্ট ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরর ব্যয় বিধি মোতাবেক পরিশোধ।

RSS
Follow by Email