না.গঞ্জে বিগত দিনের অপকর্মগুলো বন্ধ করতে হবে: জাকির খান
লাইভ নারায়ণগঞ্জ: শহরের দেওভোগে পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বাদ আসর দেওভোগ হাকিম প্লাজার চতুর্থ তলায় সমিতির নিজস্ব অফিস উদ্বোধনী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।
অনুষ্ঠানে দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান বলেন, এই সংগঠনটি ৬০ বছর ধরে থাকলেও তাদের কোনো নিজস্ব কার্যালয় ছিল না। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যবসায়ীদের কোনো আশ্রয় ছিল না। তখন কারাগারে থাকা জাকির খানের পরামর্শে তিনি সমিতির দায়িত্ব নেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মাত্র ১০ মাসের মধ্যে একটি আধুনিক কার্যালয় স্থাপন করতে পেরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, খান পরিবারের দুই সন্তান কবির হোসেন খান ও জাকির খান দেওভোগের ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। বিগত ৬০ বছরে কেউ এই সংগঠনের জন্য কার্যালয় স্থাপন করতে পারেননি, যা এবার কবির খান ও জাকির খানের নির্দেশনায় সম্ভব হয়েছে।
সাবেক ছাত্রদল নেতা জাকির খান বলেন, ‘সকল ব্যবসায়ীদের পাশে আছি এবং থাকবো।’ তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে বিগত দিনের অপকর্মগুলো বন্ধ করতে হবে এবং ‘প্রাচ্যের ডান্ডি’ নামে পরিচিত এই শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হোসিয়ারি সমিতির সহ-সভাপতি আব্দুর সবুর খান সেন্টু, সাঈদ আহমেদ স্বপন, পরিচালক দুলাল মল্লিক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান ও সদস্য আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠু এবং দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাবেক ও বর্তমান কমিটির সদস্যরা।