বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
রাজনীতি

না.গঞ্জে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে মহানগর বিএনপির নিন্দা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

রবিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে তারা এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, সিদ্ধির থানা বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ সদর থানার অন্তর্গত ১৩নং ওয়ার্ড বিএনপি’র সিঃ যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, সদর থানা ছাত্রদলের নেতা মো. মিলন ও শ্রমিক দল নেতা মাসুম খানসহ গ্ৰেফতারকৃত সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।

RSS
Follow by Email