রবিবার, অক্টোবর ৫, ২০২৫
Led01রাজনীতি

না.গঞ্জে বিএনপির যুগ্ম মহাসচিব ‘জামায়াত ‘পিআর’ দাবি করে নির্বাচন না হওয়ার পথ তৈরি করছে’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি সরাসরি জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে বলেন, যে দলটি এত দিন গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছে, তারাই এখন নির্বাচনের প্রাক্কালে ‘পিআর’ পদ্ধতির দাবি তুলে দেশে কোন্দল সৃষ্টি করছে।

শনিবার (৪ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন আয়রন মার্কেট এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে তীব্র ভাষায় আক্রমণ করে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জামায়াত ‘পিআর’ পদ্ধতির নির্বাচন দাবি করে মূলত দেশে নির্বাচন না হওয়ার পথ তৈরি করছে। তিনি বলেন, “সেই দলটি এত দিন আমাদের সাথে গণতন্ত্রের পক্ষে ও একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে… এখন তারা তত্ত্বাবধায়ক সরকার না, তারা ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচন চায়। এই যে ‘পিআর’ নামে একটি কোন্দল সৃষ্টি করা হল, এটার কারণ তারাও চায়, নির্বাচন যেন এদেশে না হয়।”

তিনি জামায়াতের অতীত রাজনীতি তুলে ধরে বলেন, “স্বাধীনতা বিরোধী কাজ করেছেন, এরশাদের সময় গণবিরোধিতা করেছেন, আওয়ামী লীগের সাথে ছিলেন এবং আমাদের সাথেও এসেছিলেন তাদের ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য।” তিনি হুঁশিয়ারি দেন, “বাংলাদেশের মাটিতে কোনো সাম্প্রদায়িক শক্তি টিকে থাকবে না ও থাকতে দেওয়া হবে না।”

আব্দুস সালাম আজাদ অভিযোগ করেন, “আগামী নির্বাচনকে বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে।” তিনি বলেন, “প্রতিবেশী দেশ ভারতে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা চায়, দেশে যেন প্রফেসর ইউনুসের মাধ্যমে আরেকটি নির্বাচন হতে না পারে।”

তবে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন—”বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয়তাবাদী দল প্রফেসর ইউনুসকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করবে।” তিনি আশা করেন, সেই লক্ষ্যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে।

সালাম দৃঢ়তার সাথে বলেন, “যত রকম ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।” তিনি দলের শপথের কথা উল্লেখ করে বলেন, “নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই দল যেমন পূর্বে রাস্তায় ছিল, এখনও রাজপথ থেকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করবে। এটাই আমাদের দলের শপথ।

RSS
Follow by Email