না.গঞ্জে বাংলাদেশি সেজে পাসপোর্ট বানাতে এসে রোহিঙ্গা আটক
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশি পরিচয় ব্যবহার করে পাসপোর্ট তৈরি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন এক রোহিঙ্গা তরুণ। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার ভূঁইগড় এলাকার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তরুণের নাম মো. আরিয়ান। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার ২৬ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আরিয়ান যখন বাংলাদেশি পাসপোর্ট তৈরির জন্য কাগজপত্র জমা দেন, তখন কর্মকর্তাদের সন্দেহ হয়। কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তার পরিচয় ফাঁস হয়ে যায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে আবেদনপত্র, অন্যান্য নথি এবং নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ বিলের কপি জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আরিয়ান দালালের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। এই কাজে জড়িত দালালদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।