রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led05রাজনীতি

না.গঞ্জে প্রার্থীতা ফিরে পেতে ৪ জনের আপিল

লাইভ নারাণয়গঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের মোট ৫ টি আসনে মোট ৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন। তাদের মধ্যে মনোনয়ন ফিরে পেতে এখন পর্যন্ত মোট ৪ জন প্রার্থী আপিল করেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জেলা নির্বাচন কমশিন সূত্রে এ তথ্য জানা যায়।

আপিলকৃত প্রার্থীরা হলেন,

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে আফাজউদ্দিন মোল্লা- (বাংলাদেশ সুপ্রীম পার্টি)
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে মো. শরিফুল ইসলাম- (স্বতন্ত্র) এবং মামুন দিদার- (স্বতন্ত্র)
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে সিরাজুল হক (বাংলাদেশ কংগ্রেস)

প্রসঙ্গত, ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাইয়ের কার্য সম্পন্ন হয়। এসময় নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনের মোট ৪৫ জন প্রার্থীর মদ্ধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। মূলত মনোনয়ন বাতিলের কারন হিসেবে জামানত জমা না দেয়া, ঋণ খেলাপি, ফর্ম স‌ঠিক ভা‌বে পুরন না করা এবং ১% ভোটারের স্বাক্ষর যথাযত ভা‌বে প্রদান না করাকে উল্লেখ্য করে জেলা নির্বাচন কমশিন। বাতিলকৃত প্রার্থীদের মনোনয়ন ফিরে পেতে আপিল করতে পারবেন ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর।

RSS
Follow by Email