সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led04রাজনীতি

না.গঞ্জে পোস্টার লাগানোর ঘটনার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জে পোস্টার লাগানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (২৬ জানুয়ারি) শহরের চাষাঢ়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

এসময় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনের নেতৃত্বে চাষাঢ়া থেকে মিছিলটি শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রদল নেতাকমীরা বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারনেই নারায়ণগঞ্জে ফ্যাসিবাদের দোসররা মাথা চাড়া দিয়ে উঠছে। এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিন। নয়ত আমরা প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করবো। আপনারা শনাক্ত করতে পারেননি, আমরা বলে দিচ্ছি। ছাত্রলীগের সন্ত্রাসী অনিকের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিন। এসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

RSS
Follow by Email