না.গঞ্জে পানি পুনঃব্যবহার ও উন্নত বর্জ্য জল ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পানি পুনঃব্যবহার ও উন্নত বর্জ্য জল ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩ টায় ফতুল্লা ফকির নিটওয়্যারসের কারখানায় এ প্রকল্প উদ্বোধন করা হয়।
এ প্রকল্পের আয়োজনে ছিলো বাংলাদেশ প্রাইমার্ক, ফকির নিটওয়্যারস লিমিটেড এবং বিশ্বব্যাংকের ২০৩০ পানি সম্পদ গ্রুপ। প্রকল্প উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল আলম।
প্রকল্প বিষয়ে ফকির নিটওয়্যারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান বলেন, আমাদের গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ বাঁচিয়ে রাখতে হলে যত তাড়াতাড়ি সম্ভব, যার সামর্থ আছে নিজে, বা ব্যাংকের মাধ্যমে কিংবা বিশ্বব্যাংকের মাধ্যমে এমন প্রকল্প করা প্রয়োজন। এমন প্রকল্প করার জন্য সবাই এগিয়ে আসবে বলে আমি মনে করি এবং সবাইকে আহ্বান জানাই। এতে দেশ ও জাতির উন্নয়ণ হবে, টেক্সটাইল সেক্টরেও উন্নয়ণ হবে। এ প্রজেক্ট শুধু আমরাই করেছি এতে শুধু গার্মেন্টই নয় পুরো ইন্ডাষ্ট্রিজ চলবে। যাদের পানির প্রয়োজন থাকে তাদের জন্য এটা অবশ্যই করনীয়। ভবিষ্যতে যেটা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে খাবার পানির সমস্যা তৈরী হবে। এছাড়াও নানা বিষয় থাকে। আমাদের এখানে এটি একটি প্রকল্প এবং বৃষ্টির পানি সংরক্ষনেও একটি প্রকল্প আছে।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লুৎফুল আহমেদ, এবং ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশন (ডঅজচঙ)-র পরিচালক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ফকির নিটওয়্যারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান। এছাড়াও, ফকির নীটওয়্যার লিমিটেডের পরিচালক ফকির মাশফিকুজ্জামান ফাবি, বিজিএমইএ, বিকেএমইএ, ফরাসি উন্নয়ন ব্যাংক এবং কেএফডব্লিউ উন্নয়ন ব্যাংকের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।