মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
রাজনীতি

না.গঞ্জে নুরুল আমিন ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী আপোসহীন’

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী আপোসহীন। যার প্রমাণ ঐতিহাসিক ২৮ অক্টোবরের ঘটনা। তিনি বলেন, সেদিন জামায়াতের কর্মীরা জীবন উৎসর্গ করেছে ইসলামী আন্দোলন ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য।

ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ফেডারেশনের কার্যালয়ে শহীদ রুহুল আমিন ও শহীদ হাবিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন বলেন, সেই সময়ে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের কি পরিকল্পনা ছিল তা বিগত ১৭ বছরে জাতি পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। তিনি অভিযোগ করেন, তারা বাংলাদেশকে ভারতের একটি তাবেদার রাজ্যে পরিণত করার জন্য সেদিন জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের ওপর আঘাত করেছিল।

তিনি বলেন, “তারা চেয়েছিল এদেশের মাটি থেকে ইসলামী আন্দোলন ও তার নেতৃত্বকে মুছে ফেলার। তার প্রথম পরিকল্পনা হিসাবে তারা সেই সময় ২৮ অক্টোবরকে বেছে নিয়েছে। তারা সারাদেশে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে অসংখ্য নেতাকর্মী ও সাধারণ নাগরিককে হত্যা করেছে।”

তিনি আরও অভিযোগ করেন, লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে তারা অফিস ও বহু মানুষের ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্য পুড়িয়ে দিয়েছিল।

নুরুল আমিন বলেন, সেদিন জামায়াতের কর্মীরা জীবন বাজি রেখে নেতৃবৃন্দকে রক্ষা করায় তাদের একটি বড় পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। তিনি বলেন, পরবর্তীতে ভিন্ন কৌশলে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে ‘জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে’ জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, “নেতৃবৃন্দ জীবন দিয়েছেন কিন্তু আপোষ করেননি। তাদের সেই আত্মত্যাগের ফসল জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন।” তিনি বিশ্বাস করেন, জামায়াতের গণজোয়ার সৃষ্টি হওয়ার পেছনে ২৮ অক্টোবরের ভূমিকা অনস্বীকার্য।

সভাপতির বক্তব্যে ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবদুল মান্নান বলেন, ২৮ অক্টোবরে ঢাকার পল্টনে শ্রমিক নেতা হাবিবুর রহমান ও গাজীপুরে শ্রমিক কল্যাণের তৎকালীন জেলা সভাপতি রুহুল আমিনের শাহাদাত আন্দোলন সংগ্রামে শ্রমিকদের ত্যাগ তিতিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো রিদওয়ানুল আজীম। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো হুমায়ুন কবীর, ফতুল্লা দক্ষিণ থানা সভাপতি আজিজ উদ্দিন বাবুল এবং সাইনবোর্ড ওয়ার্ডের সভাপতি মো সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email