না.গঞ্জে নয়া পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মোহাম্মদ জসীম উদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: পুলিশ সুপার (এসপি) হিসেবে নারায়ণগঞ্জ জেলায় নতুন দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ জসীম উদ্দিন। বৃহস্পতিবার তিনি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ ডিভিশনের ডিসি হিসেবে কর্মরত ছিলেন।
জসীম উদ্দিন ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার বাড়ি চাঁদপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।