বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
Led05জেলাজুড়ে

না.গঞ্জে নতুন জেল সুপার ফোরকান ওয়াহিদ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেনকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে নিযুক্ত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে ৮ জন জেল সুপার ও সিনিয়র জেল সুপারের বদলির আদেশ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেনকে গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার পদে বদলি করা হয়েছে। সেই সাথে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ফোরকান ওয়াহিদকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার পদে বদলি করা হয়েছে।

RSS
Follow by Email