না.গঞ্জে দোল পুর্নিমায় হোলি উৎসবে মাতলো সনাতন ধর্মালম্বীরা
লাইভ নারায়ণগঞ্জ: ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে হিন্দু ধর্মালম্বীদের দোল পুর্নিমা উপলক্ষে হোলি উৎসব উদযাপন হয়েছে নারায়ণগঞ্জে।
শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকেই বাড়িতে বাড়িতে কপালে আবির দিয়ে একে অপরের সাথে হোলি উৎসব উদযাপন শুরু করে। এরপর দেওভোগ লক্ষী নারায়ণ আখড়া মন্দিরে হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ মন্দিরে পুজা অর্পনের পর হোলি খেলায় মিলিত হয়।
একে অপরের সাথে হোলি উৎসবে আবীর ও নানান রংয়ের রং ছিটিয়ে উৎসবে মেতে উঠে। এসময় মন্দিরে সাজানো হয়েছে বর্নিল ভাবে। এর আগে সকালে শহরে কীর্তন পরিবেশন করে র্যালী বের করা হয়। সারাদিন শহরের বিভিন্ন মন্দিরে কীর্তন ও ভক্তিমুলক গানের আয়োজন করা হয়েছে।