শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
Led04স্বাস্থ্য

না.গঞ্জে দেড় হাজার ছাড়ালো ডেঙ্গু আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বর্ষা বিদায় নিলেও নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু জ্বরের ভয়াবহ তাণ্ডব যেন থামার নামই নিচ্ছে না। পরিস্থিতি এখন জনস্বাস্থ্যের জন্য চরম এক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আশঙ্কার সব মাত্রা ছাড়িয়ে এই রোগ এখন জেলাজুড়ে জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

জেলা স্বাস্থ্য বিভাগকে চরম উদ্বেগ উপহার দিয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার, ২৪ অক্টোবর পর্যন্ত) জেলায় রেকর্ড সংখ্যক ১০ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নতুন সংক্রমণের ফলে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো উদ্বেগজনক ১ হাজার ৫০৮ জনে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এই ভয়াবহ পরিস্থিতির চিত্র উঠে এসেছে। পরিসংখ্যান বলছে, চলতি অক্টোবর মাসেই পরিস্থিতি সবচেয়ে মারাত্মক রূপ নিয়েছে। মাত্র ২৪ দিনে এই মাসে মোট ৫৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন, যা পরিস্থিতির দ্রুত অবনতিকেই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। নতুন শনাক্ত হওয়া এই রোগীরা বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

যদিও সংক্রমণ দ্রুত বাড়ছে, তবুও কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, যা মোট সুস্থ রোগীর সংখ্যাকে ১ হাজার ৪৪৭ জনে পৌঁছে দিয়েছে। তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর নিশ্চিত করেনি জেলা স্বাস্থ্য বিভাগ।

এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ মশা নিধন ও জনসচেতনতা বাড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনগণের প্রতি তিনটি জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে, ১. মশা তাড়ান ও মশারি ব্যবহার: অবশ্যই মশা তাড়ানোর ব্যবস্থা নিন এবং নিয়মিত মশারি ব্যবহার করুন। ২. পরিষ্কার পরিচ্ছন্নতা: চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং কোথাও যেন পানি না জমে সেদিকে কঠোর নজর দিন। ৩. লার্ভা ধ্বংস: জমে থাকা পানি দ্রুত অপসারণ করুন এবং মশার লার্ভা ধ্বংস করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই কঠিন সময়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিই ডেঙ্গুর এই দাপট থেকে মুক্তি দেওয়ার একমাত্র পথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

RSS
Follow by Email