না.গঞ্জে দুই অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ পুলিশে একযোগে ৪১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে জেলা অতিরিক্ত পুলিশ সুপার পদে একজনকে পদায়ন করা হয়েছে। সেই সাথে ক-সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পদে এস এম জহিরুল ইসলামকে নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ হয়েছে। এতে ৩২ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৯ জন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন হতে জানা যায়, নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন তাসমিন আক্তার। তিনি ঢাকার এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও, ক-সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন মো. হাসিনুজ্জামান। তিনি ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স‘র অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্বরত ছিলেন।