সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
Led02রাজনীতি

না.গঞ্জে ড. মঈন খান ‘বাহ্যিক উন্নয়নই নয়, মনস্তাত্ত্বিক উন্নয়নও করতে হবে’

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “পূজার শিক্ষাই হচ্ছে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন সংগ্রাম। আমাদের পূজা থেকে এ শিক্ষা নিতে হবে।” তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সুর ও অসুরের চিরন্তন যুদ্ধে সবসময় অসুর পরাজিত হবে।

রোববার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালোবাসার ঐতিহ্যকে তুলে ধরেন।

ড. আব্দুল মঈন খান উল্লেখ করেন যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হাজার বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় পাশাপাশি বসবাস করে আসছে। তিনি বলেন, “দেশের মানুষ আবেগপ্রবণ। কিন্তু আবেগের মধ্যে যে জিনিসটি বেশি প্রবল এবং সে জিনিসটি আমাদের অঞ্চলের কৃষ্টিকে ধরে রেখেছে তার নাম হচ্ছে ভালোবাসা।”

তিনি আরও বলেন, এই ভালোবাসার আবেগে আমরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছি এবং তাঁর বিশ্বাস, ভবিষ্যৎ প্রজন্মও একই ভালোবাসায় একসঙ্গে বসবাস করবে।

নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আমরা আগে যে নারায়ণগঞ্জ দেখেছি বর্তমান নারায়ণগঞ্জ এখন অনেক বেশি উন্নত। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শুধু বাহ্যিক উন্নয়নই নয়, আমাদের মনস্তাত্ত্বিকের উন্নয়নও করতে হবে। আমাদের মনকে পরিশুদ্ধ করতে হবে।”

পূজামণ্ডপ পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন আমলাপাড়া পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রবীর সাহা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল এবং মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ প্রমুখ।

RSS
Follow by Email