শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Led01জেলাজুড়ে

না.গঞ্জে ডেভিল হান্টসহ নানা অভিযানে আটক ১৯

লাইভ নারায়ণগঞ্জ: সন্ত্রাসীদের দমনের লক্ষে পরিচালিত বিশেষ ‘ডেভিল হান্ট’ অপারেশনে নতুন করে ছাত্রলীগ নেতাসহ মোট ১৯জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।

বিশেষ অভিযানে আটককৃত হলেন, রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত।

এডি. এসপি মাসুদ বলেন, ‘বিশেষ অভিযানে এ পর্যন্ত (রবিবার রাত ১২টা পর্যন্ত) মোট তিনজনকে আটক করা হয়েছে। সর্বশেষ শান্ত নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। এ ছাড়াও বিভিন্ন নিয়মিত মামলায় আরও ১৮জনকে আটক করা হয়েছে।’

প্রসঙ্গত, এর আগে বিশেষ অভিযানে আরও ২জনকে আটক করা হয়। তারা হলেন ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক ইদ্রিস (৩৫) ও সাদিপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়া। বর্তমানে সে সোনারগাও যুবলীগের রাজনীতির সক্রিয় সদস্য।

RSS
Follow by Email