রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
Led05স্বাস্থ্য

না.গঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে, ২৪ ঘণ্টায় ৩ নতুন রোগী

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র ৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা সাম্প্রতিক সময়ের তুলনায় কম। এই নিয়ে চলতি বছর জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।

রবিবার (৭ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। নতুন শনাক্ত রোগীরা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং আড়াইহাজার, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত মোট ৭৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ১১ জন রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে, এই বছর মোট ৫৭৫ জন ডেঙ্গু রোগী পুরোপুরি সুস্থ হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে কারো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু রোগীর ঢাকা বা অন্য কোথাও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর ছড়িয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ জনসচেতনতা বাড়াতে কাজ করছে এবং জনগণকে মশা তাড়ানোর ব্যবস্থা গ্রহণ ও নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছে।

RSS
Follow by Email