না.গঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় ভর্তি ২৩ জন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১১ জনে।
সোমবার (৮ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নতুন করে শনাক্ত হওয়া ২৩ জন ডেঙ্গু রোগী নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং আড়াইহাজার, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিচ্ছেন। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত মোট ৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
যদিও গত ২৪ ঘণ্টায় ৯ জন রোগী পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে, এই বছর মোট ৫৮৪ জন রোগী সুস্থ হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে কারো মৃত্যুর খবর নিশ্চিত হয়নি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু রোগীর ঢাকা বা অন্য কোথাও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর ছড়িয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে। জনগণকে মশা তাড়ানোর ব্যবস্থা গ্রহণ ও নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।