বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Led05সদর

না.গঞ্জে ট্রেনে কাটা পড়ে মুন্সিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে ট্রেনের নিচে কাটা পড়ে দেলোয়ার হোসেন নামে এক শিক্ষক নিহত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন হলেন মুন্সিগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও শ্যামপুরের বাসিন্দা।

নিহত শিক্ষকের সাথে ঘটনাস্থলে থাকা এক বন্ধ বাচ্চু মিয়া জানায়, ‘ট্রেনে উঠার সময় অনেক ভীর আছিলো। তখন আমি আর দেলোয়ার স্যার উঠতে নিসি। পরে ভীরের মধ্যে সবাই চিল্লাচিল্লি করতেসে ‘মানুষ মরছে’ আমি উকি দিয়েই দেখি আমাদের দেলোয়ার স্যার কাটা পরছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোকলেছুর রহমান বলেন, স্টেশনের সিসি টিভি ফুটেজ দেখে যতোটা বুঝতে পারলাম সে ২ বগির মাঝে পড়ে গেছে হুড়হুড়ির কারণে। ট্রেনটা মাত্র এসে স্টেশনের থামতেই মানুষ উঠতে শুরু করছিলো। তখন দেলোয়ার হোসেন ধাক্কাধাক্কির কারনে পড়ে যায়। এখানে নিহতের পরিবার ও স্কুলের ছাত্ররা আসছে।’

RSS
Follow by Email