রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
জেলাজুড়েরাজনীতিসদর

না.গঞ্জে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মে দিবস পালন

লাইভ নারায়াণগঞ্জ: মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে) বিকেলে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক বিমল কান্তি দাস, সাহ-সাধারন সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম.এ. শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে সংগঠনের নেতাকর্মীরা লাল পতাকা র‍্যালী বের করে। এই র‍্যালীটি চাষাঢ়া হয়ে নারায়ানগঞ্জ প্রেস ক্লাবের সামনে শেষ করে।

RSS
Follow by Email