না.গঞ্জে ট্রাফিক পুলিশকে ফুলেল শুভেচ্ছা জানালো শিক্ষার্থীরা
লাইভ নারায়ণগঞ্জ: প্রায় এক সপ্তাহ কর্মবিরতির পর নারায়ণগঞ্জে ট্রাফিকের দায়িত্বে সড়কে নেমেছেন পুলিশের সদস্যরা। ট্রাফিক পুলিশকে উৎসাহিত করতে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ট্রাফিকে দায়িত্ব পালনরত শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের জনগন। বুধবার (১৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে ট্রাফিক পুলিশকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে সহিংসতার ঘটনায় বহু সাধারণ শিক্ষার্থী, শিশু সহ অনেক লোক নিহত হয়। সেই সাথে পুলিশের উপর হামলায় অনেক পুলিশ সদস্য নিহত হয়। পুলিশের উপর হামলার ঘটনায় আতঙ্কে তারা কর্মস্থল ত্যাগ করেন। এতে করে আইনশৃঙ্খলা বাহিনী বিহীন হয়ে পড়ে পুরো দেশ। ঐ সময় রাস্তায় যানচলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে মাঠে নামে নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষার্থীরা। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বর্তমান সরকারের নির্দেশক্রমে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য পুলিশ কর্মস্থলে যোগদান করতে শুরু করেছে। সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন থানা পুলিশ থানায় ফিরতে শুরু করেন।
পঞ্চবটিতে ট্রাফিক পুলিশের দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হারুন অর রশীদের নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে যোগদান করেন। তাদেরকে উৎসাহিত করতে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ট্রাফিকে দায়িত্বরত শিক্ষার্থী সহ এলাকাবাসী। এর আগে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও এবং বন্দরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশ দায়িত্বে ফিরতে শুরু করেছে।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হারুন অর রশীদ জানান, বতর্তমান সরকার এবং আইজিপি মহোদয়ের নির্দেশক্রম কর্মস্থলে ফিরে এসেছি। শিক্ষার্থী সহ এলাকাবাসী আমাদের উৎসাহিত করতে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনে সকলের সহযোগী কামনা করছি।