রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
Led03জেলাজুড়েরাজনীতি

না.গঞ্জে টানা ৩ দিন ‘তারুণ্যের জয়যাত্রা’ করবে যুবলীগ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে টানা তিন দিন ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী যুব লীগ।

সংগঠনের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বুধবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

একই সাথে সারাদেশে ২০ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। ৩০ অক্টোবর নারায়ণগঞ্জসহ দেশের সব মহানগরে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ করবে সংগঠনটি। এরপর ১ নভেম্বর জেলায় ও ২ নভেম্বর সব উপজেলা-থানা-পৌরসভায় সমাবেশ হবে।

১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনির হাত ধরে প্রতিষ্ঠা হয় বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

RSS
Follow by Email