সোমবার, জুলাই ২১, ২০২৫
Led05রাজনীতি

না.গঞ্জে জামায়াতের সমাবেশ-পরবর্তী কার্যক্রমে ব্যানার-ফেস্টুন অপসারণ

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শেষে, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের পক্ষ থেকে রোববার (২০ জুলাই) দুপুরে শহরে লাগানো সকল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড নিজ দায়িত্বে সরিয়ে ফেলা হয়েছে।

জানা গেছে, ৭ দফা দাবি নিয়ে আয়োজিত এই সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী ব্যাপক প্রচার-প্রচারণা চালায়। শহরের অলিগলিতে, রাস্তাঘাটে পোস্টার, ফেস্টুন, ব্যানার লাগানো হয়। মাইকিং করেও সমাবেশের খবর প্রচার করা হয়েছিল। এমনকি, গত শুক্রবার মহানগরীতে একটি বিশাল শোডাউনও করা হয়।

আজ বেলা ১২টার দিকে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় নিজ হাতে এই প্রচার সামগ্রী অপসারণ করতে শুরু করেন। বিভিন্ন দলে ভাগ হয়ে তারা সাইনবোর্ড থেকে চাষাড়া, চিটাগাং রোড হাইওয়ে এবং চাষাড়া প্রবেশের সকল রাস্তা থেকে ফেস্টুন ও ব্যানারগুলো সরিয়ে ফেলেন। নেতাকর্মীরা সশরীরে উপস্থিত থেকে এই অপসারণ কাজে অংশ নেন।

RSS
Follow by Email