বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

না.গঞ্জে জাতীয় পার্টির ২ নেতার পদত্যাগ

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় পার্টির জেলা কমিটির সাবেক মহাসচিব শাহ্ মো. আবু হানিফ ও জেলা জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আবু তালেব মো. জিসান পদত্যাগ করেছেন। রবিবার (২১ জানুয়ারি) সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের জিসানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।

মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু অর্থ বাণিজ্য করার অভিযোগে তারা পদত্যাগ করেছেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আবু হানিফ বলেন, পাকিস্তান আমল থেকে আমরা আওয়ামী লীগ করে আসছি। আমরা মনে-প্রাণে বঙ্গবন্ধুর আদর্শ লালন-পালন করি। এ ইউনিয়নের আমি ৫ বছর নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। জাতীয় পার্টি মহাজোটের শরীক ও এখানকার এমপি দলটির হওয়ায় আমি জাপায় অংশগ্রহণ করি। পরবর্তীতে খোকা সাহেব জানতে পারলেন আমরা আওয়ামী লীগের সন্তান। যার ফলে তিনি আমাকে আর কোনো মিটিং বা দলের বৈঠকে ডাকেননি।

তিনি আরও বলেন, দলে খোকা সাহেবের স্বেচ্ছাচারিতা ও কোনো জবাবদিহিতা না থাকায় আমি আজ থেকে নিচ ইচ্ছায় পদত্যাগ করলাম। পরবর্তীতে বীরু ভাইয়ের ইচ্ছায় কী করব সেটা সাংবাদিকদের মাধ্যমে জানানো হবে।

আরেক নেতা জিসান বলেন, সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু মোটা অঙ্কের টাকা নিয়েছেন। পরবর্তীতে তারা দলের এমপি প্রার্থীদের নির্বাচনের সহায়তার জন্য কাউকে টাকা দেননি। এমনকি কোনো সহযোগিতাও তারা করেননি। যেসব পার্টির চেয়ারম্যান ও মহাসচিব অর্থ বাণিজ্য করে, সে দলের কোনো ভবিষ্যত নেই। ফলে আমি এ পার্টি থেকে নিচ ইচ্ছায় পদত্যাগ করলাম। পরবর্তীতে কোন দল করব সেটা জানানো হবে।

এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা যুবলীগ নেতা লিপন চৌধুরী, ইউনিয়ন যুবলীগ নেতা মো. মামুন, উজ্জ্বল, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল আলিম প্রমুখ।

RSS
Follow by Email