রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
সদর

না.গঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সভা

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেছে সভা জেলা প্রশাসন ও বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেল। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ খানপুরে বিআরটিসি ডিপ হলরুমে ‘ছাত্র-জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যে কে সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় নারায়ণগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিন.মো. মাহবুবুর রহমান সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ( ট্রাফিক) রুহুল আমিন সাগর, বিআরটিএ মোটরযান পরিদর্শক মো সাইফুল কবীর, কম্পিউটার অপারেটর রুবেল হোসেন, নিরাপদে সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ প্রতিনিধি এসএম জামান, মালিক সমিতি রওশন আলী, শ্রমিক ইউনিয়ন সেলিম হোসেন, ট্রাক মালিক সমিতি হারুনুর রশিদসহ বিভিন্ন যানবাহন চালকগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email