শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
জেলাজুড়েফতুল্লা

না.গঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

লাইভ নারায়ণগঞ্জ: ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো’ এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় ফতুল্লার ক্যামব্রিয়ার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যামব্রিয়ান স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা এ মহড়ায় অংশ নেয়। মহড়া শেষে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email