শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led03রাজনীতি

না.গঞ্জে জাকের পার্টির মহাসচিব, ‘সরকার পতনের সুযোগকে সদ্ব্যবহার করতে হবে’

লাইভ নারায়ণগঞ্জ: জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, ‘স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নিরপেক্ষভাবে কোন নির্বাচন হয়নি। জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতনের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এছাড়া নির্বাচনের ধারার গুনগত পরিবর্তন করতে হবে।’

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতির মিলনায়তনে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগ দিয়ে এক বক্তব্য এ কথা বলেন তিনি।

দলের মহাসচিব আরও বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত বর্তমান সরকারকে করতে হবে। দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন।

জেলা জাকের পার্টির সভাপতি মুরাদ হোসেন জামালের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

RSS
Follow by Email