রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
রাজনীতি

না.গঞ্জে ছাত্র ফ্রন্টের মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু

লাইভ নারায়ণগঞ্জ: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হচ্ছে। এ কর্মসূচীর উদ্ধোধন করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে মাসব্যাপী সদস্য সংগ্রহ (১০ অষ্টোবর ‘২৪-১০ নভেম্বর ‘২৪) কর্মসূচি শুরু হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছাত্র নেতা সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ছাত্র নেতা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিমা সরদার, জেলা কমিটির সদস্য জিহাদ হোসাইন প্রমূখ।

কর্মসূচীতে বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশের ছাত্র সমাজের কাছে একটি সুপরিচিত নাম, ছাত্র আন্দোলনের অগ্রসর চিন্তার বলিষ্ঠ প্রতিনিধি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য হয়ে অন্যায়-অসত্য ও দুঃশাসনের বিরুদ্ধে জানাই সম্মিলিত প্রতিবাদ, দিকে দিকে তুলি দুর্জয় প্রতিবাদ করি।

RSS
Follow by Email