রবিবার, জুলাই ১৩, ২০২৫
Led03রাজনীতি

না.গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সোমবার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল আগামী সোমবার (১৫ জুলাই) বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে। গুপ্ত সংগঠন কর্তৃক ‘মব সৃষ্টির অপচেষ্টা’, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নষ্ট এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশক্রমে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে সাম্প্রতিক সময়ে কিছু গুপ্ত সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, যা শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করছে। একই সাথে, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে।

বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে বলে জানা গেছে। এই কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেবেন ।

RSS
Follow by Email