না.গঞ্জে চীনের সহায়তায় হাসপাতাল স্থাপনে জনগণের আগ্রহ-চাহিদা
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের বড় ধরনের বিনিয়োগের খবরে দেশের বিভিন্ন প্রান্তে সাড়া জেগেছে, এবং নারায়ণগঞ্জও এর বাইরে নয়। গত কয়েকদিনে বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ একযোগে দাবি জানিয়েছেন, চীনের সহায়তায় শহরে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের জন্য। তাঁদের মতে, নারায়ণগঞ্জে এমন একটি হাসপাতাল স্থাপন হলে চিকিৎসা খাতের উন্নতি হবে এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
এদিকে, দেশজুড়ে চীনের বিনিয়োগে হাসপাতাল স্থাপনের খবরে নারায়ণগঞ্জের বাসিন্দারাও নিজেদের দাবী জানাতে সোচ্চার হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে মানববন্ধন, সভা-সমাবেশের মাধ্যমে শহরের মানুষ তাঁদের চাহিদা প্রকাশ করছেন। তাদের মূল বক্তব্য, “নারায়ণগঞ্জে আধুনিক হাসপাতাল হওয়া খুবই জরুরি।”
নারায়ণগঞ্জ শহরের বড় একটি অংশের মানুষ জানিয়েছেন, স্থানীয় সরকারি হাসপাতালগুলোতে যথেষ্ট পরিমাণে সেবা পাওয়ার সুযোগ নেই, বিশেষত উন্নত চিকিৎসা খরচের কারণে অনেকেই ঢাকা বা অন্য শহরে যাওয়ার জন্য বাধ্য হন। নারায়ণগঞ্জে একটি আধুনিক হাসপাতাল স্থাপন হলে, এখানে বসবাসরত বিশাল জনগণের জন্য স্বাস্থ্যসেবা অনেক সহজ হবে।
স্থানীয় বাসিন্দা মো. আল মেহেদী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একটি আধুনিক হাসপাতালের জন্য অপেক্ষা করছি। এখন চীনের সহায়তায় হাসপাতাল স্থাপন হবে বলে শুনেছি, তাহলে সেটা নারায়ণগঞ্জে কেন নয়?”
চীনের সহায়তায় বিভিন্ন অঞ্চলে হাসপাতাল স্থাপনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চীনা মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএমইসি) ২০২০ সালেই বাংলাদেশে হাসপাতাল স্থাপন নিয়ে আলোচনা শুরু করেছিল। তবে, এখনও এটি একটি প্রাথমিক পর্যায়ের আলোচনা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি বলেন, এই উদ্যোগটি প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে এবং আগামীতে এর বিস্তারিত আলোচনার পরই সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দও এই দাবিতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি এবং সভায় দাবি জানিয়েছেন, নারায়ণগঞ্জে চীনের অর্থায়নে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হোক। এছাড়া, বিভিন্ন স্থানীয় সংগঠনও সরকারের কাছে এই দাবিটি তুলে ধরছেন এবং মানববন্ধনসহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
নারায়ণগঞ্জ যুব ফেডারেশনের আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় লাইভ নারায়ণগঞ্জকে বলেন, নারায়ণগঞ্জের হাসপাতালগুলোর অবস্থা বর্তমানে অনেকটাই সংকটমুখী, বিশেষত সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চাপ থাকে খুবই বেশি। নারায়ণগঞ্জ শহরের জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং আরও উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানো প্রয়োজন। নারায়ণগঞ্জের জনগণের জন্য স্বাস্থ্যসেবা যে কোনো সময়ের চেয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শহরের চাহিদা যদি রাষ্ট্রীয় এবং চীনের সহায়তায় একটি আধুনিক হাসপাতাল স্থাপনে মেলে, তাহলে এর সুফল শুধু নারায়ণগঞ্জ নয়, পুরো দেশই ভোগ করবে।
চীনের সরকার বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং প্রথম দিকে সিঙ্গাপুর বা ব্যাংককের সমমানের হাসপাতাল স্থাপনের প্রস্তাব দিয়েছে। তবে, চীনের আগ্রহ এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো স্থানে হাসপাতাল নির্মাণের মতো কার্যকর পদক্ষেপে রূপ নেয়নি।
বিশেষজ্ঞরা জানান, হাসপাতাল স্থাপনের এই ধরনের প্রকল্পে একটি সুসংহত পরিকল্পনা, যথাযথ জমি অধিগ্রহণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।