না.গঞ্জে চার শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে জিনিয়াস ফাউন্ডেশনের সংবর্ধনা
লাইভ নারায়ণগঞ্জ: জিনিয়াস ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের শিল্পকলা একাডেমীতে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এই বৃত্তি প্রধান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বৃত্তিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির প্রায় ৭ হাজার ৯০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সেই সাথে এসকল শিক্ষার্থীদের মধ্যে থেকে ৪০৭ জন বৃত্তি লাভ করেন। এদিনের বৃত্তি প্রদানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিলো উৎসবমুখর আমেজ। সেই সাথে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহমেদ।
জিনিয়াস ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের ডিজিএম জাহিদুর রহমান, জিনিয়াস ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ডা. আব্দুল মালেক, উপদেষ্টা অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও সাবেক পরিচালক আসাদুজ্জামান রাকিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা