বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
Led02ধর্ম

না.গঞ্জে চরমোনাই পীর সাহেব আসছেন শুক্রবার

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে বাদ জুমা এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই সমাবেশে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র পাঠের’ দাবি জানানো হবে।

পীর সাহেব চরমোনাই এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, এবং ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।

নগর ও জেলা সভাপতির পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে উক্ত সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

RSS
Follow by Email