না.গঞ্জে গণসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৫টায় দলের জেলা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচি সম্পর্কে নেতৃবৃন্দ বলেন, আজ পহেলা জুলাই। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির প্রথম দিন। এই দিনে আমরা আমাদের দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেছি। আগামী ১০-১১-১২ অক্টোবর গণসংহতি আন্দোলনের চতূর্থ সম্মেলনকে কেন্দ্র করে জেলায় জেলায় সদস্য সংগ্রহ চলছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে সংগ্রাম গণসংহতি আন্দোলন চালিয়ে যাচ্ছে তা আগামীতে আরও বেশি অগ্রসর হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা ছিলো ভয়ভীতি ও বৈষম্যহীন মানবিক দেশ গঠন করা। সেই লক্ষ্যে হাজার হাজার ছাত্র জনতা শহীদ এবং ত্রিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। কিন্তু অনেকক্ষেত্রেই সে আকাঙ্ক্ষার যথাযথ বাস্তবায়ন হয়নি। গতকাল রাতে জুলাইয়ের প্রাক্কালে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল বিষ্ফোরণ করে পালিয়ে যায়। অভ্যুত্থানের পরাজিত শক্তিরা দেশকে অস্থিতিশীল করতে এখনো নানাভাবে সক্রিয় আছে। এসকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘটা এই ঘটনার নিন্দা জানাই এবং অতিদ্রুত যাতে সন্ত্রাসীরা আইনের আওতায় আসে সে জন্য সরকারকে তৎপর হবার আহ্বান জানাই।
কার্যক্রমের শুরুতে জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে নিরবতা পালন করা হয় এবং জুলাই-আগাস্ট কর্মসূচি ঘোষণা করা হয়। অভ্যুথানের বর্ষপূর্তিতে মাসব্যাপী নারায়ণগঞ্জের বিভিন্ন থানা, উপজেলা পর্যায়ে ফ্রি মেডিকেল সেবা পরিচালনা করবে গণসংহতি আন্দোলন। এছাড়াও জুলাই-আগস্ট গণহত্যার বিচার, সংস্কার এবং সংবিধান সংস্কার সভার নির্বাচনের দাবিতে আগামী ১৮ই জুলাই বিকেলে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত করবে দলটি। একইসাথে মাসব্যাপী নিহত ও আহত পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ এবং শহীদদের নামে বৃক্ষরোপণ করা হবে। এসকল কর্মসূচিতে নারায়ণগঞ্জবাসীকে যুক্ত হবার আহ্বান জানায় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব, ফতুল্লা থানার সদস্য সচিব আব্দুল আল মামুন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সদস্য সচিব মেহেদী হাসান উজ্জল, বাংলাদেশ যুব ফেডারেশনের সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি, প্রতিবেশ আন্দোলন জেলার আহ্বায়ক রাইসুল রাব্বি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মুনা সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।