না.গঞ্জে খেলাফত’র কেন্দ্রীয় আমির ‘ফ্যাসিবাদ হাসিনার দল ছাড়া ঐক্য চাই সবার সাথে’
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় খেলাফত মজলিস জেলা ও মহানগর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
প্রধান অতিথি খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, আমরা নির্বাচন চাই দ্রুত সময়ে, আবার সংস্কারও চাই দ্রুত সময়ে, সব কিছু যুক্তিক সময়ের মধ্যে। ফ্যাসিবাদ হাসিনার দল ছাড়া অন্য যত সংগঠন আছে আমরা ঐক্য চাই সবার সাথে। ঐক্যবদ্ধ হয়ে একটি সফল রাষ্ট্র কায়েম করতে চাই। যত সংগঠন আছে, আমাদের মাঝে বিভেদ থাকতে পারে, মদ যার যার থাকতে পারে, আমরা এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, সবকিছুই এক, তাই দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্য চাই ।
তিনি আরও বলেন, যারা বিভেদ করছে মনা করি না। যারা ছাত্রদের মাঝে বিভেদ করতেছে তাও আমরা চাইনা। আমরা তাদের বলছি এগুলো ছাড়েন তা না হলে কাজ হবে না। সবকিছু বাদ দিয়ে দেশের মানুষের স্বার্থে আমরা এক প্লাটফর্মে আসি। আমরা আগামীতে ইসলামের একটা মার্কা দিতে চাই, যেন ভোটাররা তাদের ভোট দিতে সহজ হবে। যেখানে জামায়াত থাকবে সেখানে কোন ইসলামিক দল থাকবে না, যেখানে খেলাফত মজলিস তাকবে যেখানে ইসলামী অন্য কোন দল থাকবে না।
এছাড়া মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আবু তাহের জিহাদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল জব্বার, ঢাকা মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল হোসাইনসহ নেতৃবৃন্দ।