না.গঞ্জে উৎসব ছাড়াই শিক্ষার্থীদের মাঝে আংশিক বই বিতরণ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়। তবে সকল শিক্ষার্থীদের হাতে সব বই আসে নি।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে ৫৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ৬৪ শতাংশ বই এসেছে। জেলায় নতুন বইয়ের চাহিদা রয়েছে ৯ লাখ ৫৯ হাজার ৫০৫ টি বই। এই পর্যন্ত জেলায় প্রাপ্ত বাইয়ের সংথ্যা ৬ লাখ ৩৯ হাজার ৪১২ টি। তবে প্রাক-প্রাথমিক পর্যায়ে চাহিদানুযায়ী শতভাগ বই এসেছে, যার সংখ্যা ৫১ হাজার ৯৮৮ টি । অপরদিকে, জেলার মাধ্যমিক পর্যায়ে ২৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আংশিক বই বিতরণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম লাইভ নারায়ণগঞ্জকে জানান, নারায়ণগঞ্জে চাহিদা অনুযায়ী প্রায় সত্তরভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই প্রায় শতভাগ প্রত্যেক বিদ্যালয়ে চলে এসেছে, সোনারগাঁ ও বন্দরে কিছু সংখ্যক বাকি আছে। চতূর্থ ও পঞ্চম শ্রেণীর বই সদর উপজেলায় প্রায় পঞ্চাশ ভাগ বই দেওয়া হয়েছে। বাকি চারটি উপজেলায় চতূর্থ ও পঞ্চম শ্রেণীর বই আসা বাকি রয়েছে।
জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আজ থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু। তবে কোন প্রকার আনুষ্ঠিকতা বা উৎসবের আয়োজন থাকছে না। নতুন বছরে মাধ্যমিকের কারিকুলামে পরিবর্তন এসেছে। তাই নতুন বই ছাপানো হচ্ছে। নারায়ণগঞ্জের প্রতিটি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে আমরা কাজ করছি। শিক্ষার্থীদের হাতে সকল বই আসতে সময় লাগবে। আশা করছি খুব দ্রুত আমরা সকলের হাতে নতুন বই তুলে দিতে পারবো।
প্রসঙ্গত, ২০২৫ সালের শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হয়েছে। অনেক বিষয়বস্তু সংযোজন-বিয়োজন হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে, যা অনলাইনে এনসিটিবির ওয়েবসাইটে বইয়ের পিডিএফ কপি পাওয়া যাবে ১ জানুয়ারি থেকে।