রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04অর্থনীতিজেলাজুড়ে

না.গঞ্জে ঈদুল আজহা’র আমেজ, হাটে আসছে কোরবানির পশু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বইতে শুরু করেছে ঈদুল আযহার আমেজ। ইতিমধ্যে নারায়নগঞ্জের সব স্থানে শুরু হয়েছে হাটের প্রস্তুতি এবং কিছু হাটে এসেও পরেছে কোরবানির পশু।

যা দেখে হাটে ভিড় করতে শুরু করেছে নারায়নগঞ্জের গরু প্রেমি কিশোর-যুবকরা। বৃহস্পতিবার (৬ জুন) নারায়নগঞ্জের ভিভিন্ন হাট পরিদর্শন করে এই চিত্র দেখা যায়।

পরিদর্শনে দেখা জায়, নারায়ণগঞ্জের ছদর উপজেলার সৈয়দপুর কয়লার ঘাট, সিদ্ধিরগঞ্জের ২ নং ঢাকেশ্বরী, বন্দর ফরাজিকান্দা হাটে আসতে শুরু করেছে গরু। বিভিন্ন জেলা থেকে ট্রলারে করে আসছে এসব গরু।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃক এবার ১৪টি হাটের অনুমোদন দেওয়া হবে। তবে, পুরো জেলায় কতটি হাট বসবে তা এখনো নির্ধারণ করেনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

RSS
Follow by Email