না.গঞ্জে ইসলামী যুব আন্দোলনের সভাপতি ‘আগস্টের পর মানুষের আশা বাস্তবায়ন হয়নি’
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, ৫ই আগস্ট স্বৈরাচারের পতনের পরে বাংলার মানুষ যে স্বপ্নীল বাংলাদেশ দেখতে চেয়েছিল এবং আশায় বুক বেঁধেছিলো তার বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। গত ১৬ বছরের সেই চিরচেনা রূপ আজ একটি দলের কর্মীদের দ্বারা বাস্তবায়িত হচ্ছে।
শুক্রবার (৪ জুলাই) প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ বাস্তবায়নের লক্ষে জেলা ইসলামী যুব আন্দোলনের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সভায় তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করতে গিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অনেক ভাই আজ সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হচ্ছে। অতএব এই অপরাজনীতিকে দমন করার জন্য চাই PR পদ্ধতির নির্বাচন। নতুনভাবে স্বৈরাচার হবার স্বপ্ন ধুলিৎসাত হবে ভেবে একটি দল PR পদ্ধতির বিরোধিতা করলেও বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই নতুন নির্বাচন পদ্ধতির ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে। তাই চাঁদাবাজী ও সন্ত্রাসবাদ নির্মুল এবং PR পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।