শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led04জেলাজুড়ে

না.গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাইভ নারায়ণগঞ্জ: ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যে নানান আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

রবিবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব-আল-রাব্বি, জেলা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ইউনিট অফিসার কাওছার আহমেদসহ অন্যান্যরা।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস একটি আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসকল অনুষ্ঠানে জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email